সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩, (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ www.dpe.gov.bd (৫) তারিখঃ 66 জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২২.০৯.২০২২ তারিখের 05.00.0000.১৭০.১১.০১৭.২০-১৪৯ নং স্মারক মোতাবেক ২৫.০৩.২০২০ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বেতনক্রম বয়সসীমা বেতনস্কেল: টাকা: ১১০০০-২৬৫৯০ শিক্ষাগত যোগ্যতা ১৪.০৪.২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বৎসর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও হতে দ্বিতীয় শ্রেণি বা (গ্রেড-১৩) জাতীয় | শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স | সমমানের সিজিপিএসহ (৪ বেতনস্কেল, ২০১৫ | হবে ২১-৩২ বৎসর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট | স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ অনুযায়ী) গ্রহণযোগ্য নয়। স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। MUJIB শতবর্ষ 100 ০৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩০.০৩.২০২৩ (সকাল ১০:৩০ মি:) এবং শেষ হবে ১৪.০৪.২০২৩ (রাত ১১:৫৯ মি:)।

APPLY ONLINE

 
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

primary circular

Leave a Comment