MOFA job Circular 2023- পররাষ্ট্র মন্ত্রনালয় নিয়োগ ২০২৩

MOFA Job Circular 2023

The Ministry of Foreign Affairs (MOFA) is inviting applications for 58 vacant positions in 06 categories. The online application process will start on 15 June 2023 and will end on 14 July 2023.

The eligible candidates must have a Bachelor’s degree in any discipline from a recognized university. The salary range for these positions is Tk. 11,000-26,590.

To apply for these positions, candidates must submit their online application form through the MOFA website. The application fee is Tk. 112 for general applicants and Tk. 56 for female and PWD applicants.

The deadline for submitting online applications is 14 July 2023. For more information, please visit the MOFA website or contact the MOFA helpline at 0960211616.

Highlights:

  • 58 vacant positions in 06 categories
  • Online application process
  • Salary range: Tk. 11,000-26,590
  • Application fee: Tk. 112 for general applicants, Tk. 56 for female and PWD applicants
  • Deadline for submitting online applications: 14 July 2023

নিয়োগ বিজ্ঞপ্তি

পররাষ্ট্র মন্ত্রনালয়

পররাষ্ট্র মন্ত্রনালয় রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতবেক ১৩ তম গ্রেডভুক্তসম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র.নংপদের নামবয়সপদ সংখ্যাযোগ্যতা ও অভিজ্ঞতা
১.গবেষনা সহকারীঅনুর্ধ ৩০১ জনযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২.সাঁট-মুদ্রাক্ষিক (কাম- কম্পিউটার অপরেটর)অনুর্ধ ৩০৫৬ জনস্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৭০ ও ৪৫ বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও জন বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
উচ্চমান করণিকঅনুর্ধ ৩০১জনযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

[pdf id=’21377′]

প্রতিষ্ঠানের নামপররাষ্ট্র মন্ত্রনালয়
বিজ্ঞপ্তি নম্বর19.00.0000.121.01.011.20.(311)257
সংক্ষিপ্ত নামMOFA
আবেদনের শুরু তাং15 জুন ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তাং14 জুলাই ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা
বর্তমনা অবস্থাচলমান

আবেদন করার আগে পড়ুন

জব সাকিউলার বিডি আবেদনরে জন্য করো কাছ থেকে কোন অর্থ গ্রহন করে না। জব সাকিউলার বিডি একটি ওয়বসাইট যা শুধু মাত্র জব সাকিউলার পাবলিস করে থাকে। চকরীর জন্য আবেদন গ্রহন/বাতিল MOFA করতে পারে।

Leave a Comment